Featured Video Play Icon

Ghorete Bhromor Elo | ঘরেতে ভ্রমর এল

Rabindra Sangeet

ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।
ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।
আমারে কার কথা সে যায় শুনিয়ে।
ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।

আলোতে কোন গগনে মাধবী জাগল বনে,
এল সেই ফুল জাগানোর খবর নিয়ে।
এল সেই ফুল জাগানোর খবর নিয়ে।
সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে।
ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।
ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।

কেমনে রহি ঘরে, মন যে কেমন করে,
কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে।
কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে।
কি মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে,
কি মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে,
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।
আমারে কার কথা সে যায় শুনিয়ে।
ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।
ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।

Song: Ghorete Bhromor Elo
Artist: Priyanboda Banerjee
Type: Rabindrasangeet
Parjaay: Prem
Upa-parjaay: Prem-Boichitra
Taal: Dadra
Raag: Kalingara
Written on: 1911
Collection: Taaser-desh
Notation by: Shantideb Ghosh

Movie: Suno Boronari (1960)
Director: Ajay Kar
Staring: Uttam kumar, Supriya debi

Video from YouTube for Ghorete Bhromor Elo:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *