Featured Video Play Icon

Bhenge Mor Ghorer Chabi | ভেঙে মোর ঘরের চাবি

Chander Bari (2007) Rabindra Sangeet

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা,
একা একা দিন যে আমার কাটে না রে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

বুঝি গো রাত পোহালো,
বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে—
সমুখে ওই হেরি পথ,
তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

প্রভাতের পথিক সবে
এল কি কলরবে—
গেল কি গান গেয়ে ওই সারে সারে!
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা,
একা একা দিন যে আমার কাটে না রে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

Song: Bhenge Mor Ghorer Chabi
Parjaay: Puja
Upa-parjaay: Bondhu
Taal: Dadra (দাদরা)
Anga: Baul
Swarabitan: 16 (Geetapanchashika)
Notation by: Dinendranath Tagore
Film : Chander Bari (2007)
Song : Bhenge Mor Gharer Chabi
Singer : Arundhati Holme Chowdhury, Babul Supriyo
Composer : Rabindranath Tagore
Written By : Rabindranath Tagore
Starcast : Soumitra Chatterjee, Ranjit Mullick, Rituparna Sengupta, Babul Supriyo
Video from YouTube for Bhenge Mor Ghorer Chabi :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *