তুমি কোন কাননের ফুল, কোন্ গগনের তারা।
তুমি কোন কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা।
তুমি কোন কাননের ফুল, কোন্ গগনের তারা।
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি।
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা।
তুমি কোন কাননের ফুল, কোন্ গগনের তারা।
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ’লে যাও।
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ’লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা।
তুমি কোন কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা।
তুমি কোন কাননের ফুল, কোন্ গগনের তারা।
Song: Tumi Kon Kanoner Phool
Type: Rabindrasangeet
Artist: Sweta Chakraborty
Parjaay: Prem
Upa-parjaay: Prem-Boichitra
Taal: Ar-khemta
Raag: Mishra Barwan Pilu
Written on: 1886
Collection: Kori O Komal
Video from YouTube for Tumi Kon Kanoner Phool :