সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—
সখা হে, এলে না ।
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—
সখা হে, এলে না ।
দিন যায়, রাত যায়, সব যায়—
আমি বসে হায়!
দেহে বল নাই, চোখে ঘুম নাই—
শুকায়ে গিয়াছে আঁখিজল ।
একে একে সব আশা ঝ’রে ঝ’রে পড়ে যায়—
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—
সখা হে, এলে না ।
দিন যায়, রাত যায়, সব যায়—
আমি বসে হায়!
দেহে বল নাই, চোখে ঘুম নাই—
শুকায়ে গিয়াছে আঁখিজল ।
একে একে সব আশা ঝ’রে ঝ’রে পড়ে যায়—
সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—
সখা হে, এলে না ।
Song: Sahena Jatona
Parjaay: Prem O Prokriti
Taal: Tritaal(ত্রিতাল)
Raag: Mishra Behaag
Written on: 1885
Collection: Robichhaya
Swarabitan: 32
Notation by: Indira Debi Chowdhurani / Jyotirindranath Tagore
Artist: Alka Yagnik, Babul Supriyo
Music Arrangement: Atanu Sen
Video from YouTube for Sohe Na Jatona :