Featured Video Play Icon

Sajani Sajani | সজনি সজনি

Bilu Rakkhosh (2017) Rabindra Sangeet

সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।

পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া।
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।

সহচরি সব নাচ নাচ
মিলনগীতি গাও রে,
চঞ্চল মঞ্জীররাব
কুঞ্জগগন ছাও রে।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।

মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।

Song: Sajani Sajani
Type: Rabindra Sangeet
Taal: Ektaal (একতাল)
Raga: Behag-Kirtan (বেহাগ-কীর্তন)
Anga: Kirtan
Collection: Bhanu Singha Thakurer Padabali
Swarabitan: 21

Notation by: Sarala Debi
Movie: Bilu Rakkhosh (2017)
Singer: Jayati Chakraborty ,Manomoy Bhattacharya,Srabani Roy
Music Director: Joy Sarkar

Note:

This is the one of the popular Song of Bhanu Singha Thakurer Padabali published on The Agrahayan number of ‘Bharati’. Rabindranath Tegore started to read Geetagovinda by Joydev in the year 1875 and he was so impressed by it that he wants his own copy of the same.And after two years at the age of sixteen only  he started to write the songs of Bhanu Singha Thakurer Padabali.

[Source of history : www.geetabitan.com]

Video from YouTube for Sajani Sajani :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *