ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল
ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নবপল্লবদল
ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কি খেলা খেলালো,
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কি খেলা খেলালো,
মর্মর তানে প্রাণে ওরা আনে কৈশরকোলাহল
ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি
নীলিমার কোন বাণী
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি
নীলিমার কোন বাণী
ওরা প্রাণ ঝরনার উচ্ছ্বল ধার , ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
ওরা প্রাণ ঝরনার উচ্ছ্বল ধার , ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
চির তাপসিনী ধরনীর ওরা শ্যামশিখা হোমানল
ওরা অকারণে চঞ্চল
ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নবপল্লবদল
ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল
Song: Ora Okarone Chanchal
Type: Rabindrasangeet
Artist: Lopamudra Mitra
Parjaay: Prem O Prokriti (80)
Taal: Kaharwa
Style: Kirtan
Anga: Kirtan
Video from YouTube for Ora Okarone Chanchal :
https://www.youtube.com/watch?v=fe4f8jSKnnQ