যদি তারে নাই চিনি গো সেকি –
সেকি আমায় নেবে চিনে ?
এই নব ফাল্গুনের দিনে
জানি নে, জানি নে !
যদি তারে নাই চিনি গো সেকি –
সে কি আমার কুঁড়ির কানে কবে –
সে কি আমার কুঁড়ির কানে
কবে কথা গানে গানে,
পরাণ তাহার নেবে কিনে
এই নব ফাল্গুনের দিনে
জানি নে, জানি নে !
যদি তারে নাই চিনি গো সেকি –
সে কি আপন রঙে ফুলে রাঙাবে ?
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে ?
আপন রঙে ফুলে রাঙাবে ?
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে ?
ঘোমটা আমার নতুন পাতার
ঘোমটা আমার নতুন পাতার
হঠাৎ দোলা পাবে কি তার ?
গোপন কথা নেবে জেনে
এই নব ফাল্গুনের দিনে
জানি নে, জানি নে !
যদি তারে নাই চিনি গো সেকি –
সেকি আমায় নেবে চিনে ?
এই নব ফাল্গুনের দিনে
জানি নে, জানি নে !
যদি তারে নাই চিনি গো সেকি –
Song: Jodi Tare Nai Chini Go
Artist: Hemanta Mukherjee
Type: Rabindra Sangeet
Parjaay: Prakriti
Upa-parjaay: Basanta
Taal: Teyora
Raag: Khambaj-Pilu
Written on: 9th Feb 1923 (27 Magh 1329)
Place: Shantiniketan
Collection: Basanta
Video from YouTube for Jodi Tare Nai Chini Go :
https://www.youtube.com/watch?v=oWWit3MqbYM