Featured Video Play Icon

Jodi Jantem | যদি জানতেম

Rabindra Sangeet

যদি জানতেম আমার কিসের ব্যাথা
তোমায় জানাতাম ।
কে যে আমায় কাঁদায়
কে যে আমায় কাঁদায়
আমি কি জানি তার নাম ।
যদি জানতেম আমার কিসের ব্যাথা
তোমায় জানাতাম ।
যদি জানতেম…

কোথায় যে হাত বাড়াই মিছে,
ফিরি আমি কাহার পিছে-
কোথায় যে হাত বাড়াই মিছে,
ফিরি আমি কাহার পিছে-
সব যেন মোর বিকিয়েছে,
পাইনি তাহার দাম ।
যদি জানতেম আমার কিসের ব্যাথা
তোমায় জানাতাম ।
যদি জানতেম…

এই বেদনার ধন সে কোথায়
ভাবি জনম ধরে।
ভুবন ভরে আছে যেন,
পাই নে জীবন ভরে ।
এই বেদনার ধন সে কোথায়
ভাবি জনম ধরে।
ভুবন ভরে আছে যেন,
পাই নে জীবন ভরে ।
সুখ যারে ক​য় সকল জনে
বাজাই তারে ক্ষণে ক্ষণে-
সুখ যারে ক​য় সকল জনে
বাজাই তারে ক্ষণে ক্ষণে-
গভীর সুরে ‘চাই নে’ ‘চাই নে’
গভীর সুরে ‘চাই নে’ ‘চাই নে’
বাজে অবিশ্রাম ।
যদি জানতেম আমার কিসের ব্যাথা
তোমায় জানাতাম ।
যদি জানতেম…

Song: Jodi Jantem
Artist: Rezwana Choudhury Bannya
Type: Rabindrasangeet
Parjaay: Prem
Upa-parjaay: Prem-Boichitra
Written on: 1914 (12 Phalgun 1320)
Taal: Kaharwa
Raag: Ramkeli
Place: Shilaidaha
Notation by: Anadikumar Dastida

Video from YouTube for Jodi Jantem:
https://youtu.be/BLg2BD_q7J0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *