এসো হে বৈশাখ এসো, এসো,
এসো হে বৈশাখ এসো, এসো,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো, এসো,
এসো হে বৈশাখ এসো, এসো
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
যাক যাক
এসো, এসো,
এসো হে বৈশাখ এসো, এসো
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক।
এসো, এসো,
এসো হে বৈশাখ এসো, এসো
এসো হে বৈশাখ এসো, এসো
Song: Eso He Boishakh
Type: Rabindra sangeet
Parjaay: Prakriti
Upa-parjaay: Grisma
Taal: Kaharwa
Raag: Iman-Kalyan
Written on: 1927 (20 Phalgun 1333)
Collection: Nataraj
Swarabitan: 2
Video from YouTube for Eso He Boishakh: