লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,
আনন্দবসন্তসমাগমে।
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে
বিকশিত প্রীতিকুসুম হে
আনন্দবসন্তসমাগমে।
বিকশিত প্রীতিকুসুম হে
বিকশিত প্রীতিকুসুম পুলকিত চিতকাননে।
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে
জীবনলতা অবনতা তব চরণে।
জীবনলতা অবনতা তব চরণে।
হরষগীত উচ্ছ্বসিত হে
আনন্দবসন্তসমাগমে।
হরষগীত উচ্ছ্বসিত হে
হরষগীত উচ্ছ্বসিত কিরণমগন গগনে।
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,
আনন্দবসন্তসমাগমে।
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে
Song: Eki Labonye Purno Prano
Artist: Jayati Chakraborty
Type: Rabindra Sangeet
Parjaay: Puja
Upa-parjaay: Sundar
Taal: Ektaal
Collection: Gaaner Bohi
Swarabitan: 45
Notation by: Sarala Debi
Adapted Songs(Bhanga Gaan): Derived from a Mahishuri song
Movie: Khalaghar (2016)
Artist: Irin Sarkar
Director : Raj Mukherjee
Starcast : Pallavi Chatterjee, Krishna Kishore Mukherjee, Sakuntala Barua, Sudip Mukherjee, Pulakita Ghosh, Pamela
Notes: This song was composed for the Maaghotsava celebration of 1893
উল্লেখ্য: ১৮৯৩ সালে মাঘোৎসব উপলখ্যে এই গানটি রচিত হয়।
Video from YouTube for Eki Labonye Purno Prano :
https://www.youtube.com/watch?v=e9RMLDvyxjg
https://www.youtube.com/watch?v=U1wyugxR9oI
Nice