এই মণিহার আমায় নাহি সাজে—
এরে পরতে গেলে লাগে ,এরে ছিড়তে গেলে বাজে ।।
কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে।
ওই দিকে যে মন পরে রয়, মন লাগে না কাজে।।
তাইতো বসে আছি ,
এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি ।।
ফুলমালার ডোরে, বরিয়া লও মোরে —
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে ।।
Song: Ei Monihar Aamaay Nahi Saje
Artist: Hemanta Mukhopadhyay
Type: Rabindra Sangeet
Artist: Hemanta Mukhopadhyay
Type: Rabindra Sangeet
Video from YouTube for Ei Monihar Aamaay Nahi Saje :