Featured Video Play Icon

De Lo Sokhi De | দে লো সখী দে

Rabindra Sangeet

দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
আধফোঁটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার।।
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
দে লো সখী দে
সাধের বকুলফুলহার।
আধফোঁটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার।।
দে লো সখী দে-

আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন-
আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন-
বিম্বাধরে হাসি নাহি ধরে,
লাবণ্য ঝরিয়া প​ড়ে ধরাতলে!
সখী, তোরা দেখে যা, দেখে যা-
তরুণ তনু এত রূপরাশি
বহিতে পারে না বুঝি আর।।
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
দে লো সখী দে-

আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন-
আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন-
বিম্বাধরে হাসি নাহি ধরে,
লাবণ্য ঝরিয়া প​ড়ে ধরাতলে!
সখী, তোরা দেখে যা, দেখে যা-
তরুণ তনু এত রূপরাশি
বহিতে পারে না বুঝি আর।।

দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।

আধফোঁটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার।।
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
দে লো সখী দে-

Song: De Lo Sokhi De
Artist: Rezwana Choudhury Bannya
Type: Rabindra Sangeet
Taal: Kaharwa (কাহারবা)
Raag: Desh-Malhar (দেশ-মল্লার)
Written on: 1882
Published on 22 December 1888
Notation by: Indira Debi Chowdhurani / Jyotirindranath Tagore
Collection: Maayar Khela
Swarabitan: 48 (Maayar Khela)

Video from YouTube for De Lo Sokhi De :
https://www.youtube.com/watch?v=9vjW6DrDQ74

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *