ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা-
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা।
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা-
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
সকালে-ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা।
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা।
যে বাতাস নেয় ফুলের গন্ধ,
ভুলে যায় দিন শেষে,
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে।
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়, জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়, জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা।
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা-
Song: Chinno patar sajai toroni
Artist: Chinmoy Chatterjee
Type: Rabindrasangeet
Parjaay: Puja
Upa-parjaay: Poth
Taal: Kaharwa (কাহারবা)
Raag: Jhijhit (ঝিঝিট)
Written on: 1927 (২১শে ফাল্গুন ১৩৩৩)
Swarabitan: 3
Video from YouTube for Chinno patar sajai toroni :
https://youtu.be/GKp-_Rg3WFE