এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো দহন-দানে।
আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে।
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো–
নিশিদিন আলক-শিখা জ্বলুক গানে।
নিশিদিন আলক-শিখা জ্বলুক গানে।
আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো–
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে।
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে।
আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো দহন-দানে।
আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে।
Director: Pinaki Bhushan Mukherji
Singer: Hemanta, Suchitra Mitra
Lyricist: Rabindranath Tagore
Star Casting: Anjana Bhowmik, Soumitra Chatterjee, Anil Chatterjee
Notes: First sung on the occasion of Maghotsava, 1321
উল্লেখ্য: ১৩২১ বঙ্গাব্দের মাঘোৎসবে গানটি প্রথম গাওয়া হয়।