তোমার কাছে এ বর মাগি,
মরণ হতে যেন জাগি গানের সুরে ।
তোমার কাছে এ বর মাগি,
মরণ হতে যেন জাগি গানের সুরে ।
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে ।
তোমার কাছে এ বর মাগি,
মরণ হতে যেন জাগি গানের সুরে ।
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে ।
তোমার কাছে এ বর মাগি,
মরণ হতে যেন জাগি গানের সুরে ।
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে ।
তোমার কাছে এ বর মাগি,
মরণ হতে যেন জাগি গানের সুরে ।
Song: Tomar Kache E Bor Magi
Parjaay: Puja
Upa-parjaay: Gaan
Taal: Dadra (দাদরা)
Raag: Bhairavi (ভৈরবী)
Written on: 1914 (১৭ই আশ্বিন ১৩২০)
Place: Shantiniketan
Published in: Probasi
Collection: Geetanjali
Swarabitan: 44
Movie: Bhalobasa Bhalobasa (1985)
Director: Tarun Majumdar
Produced: Manisha Sarkar
Cinematography: Shakti Banerjee
Star Casting: Tapas Pal, Debasree Roy, Madhabi Mukherjee, Satya Banerjee, Utpal Dutta, Anup Kumar, Sumitra Mukherjee, Shakti Thakur, Ruma Guhathakurta
Video from YouTube for Tomar Kache Ebor Magi :
i want the notes