মোর ভাবনারে কি হওয়ায় মাতালো ,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে ।।
মোর ভাবনারে কি হওয়ায় মাতালো ,
দোলে মন দোলে অকারণ হরষে।
তাহারে দেখি না যে দেখি না ,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলিখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নুপুরধ্বনি ।।
মোর ভাবনারে কি হওয়ায় মাতালো ,
দোলে মন দোলে অকারণ হরষে।
গোপনে স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা ।
উড়ে যায় বদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
সে যে মন মোর দিল আকুলি
জল ভেজা কেতকীর দূর সুবাসে ।।
Song: Mor Bhabonare Ki Haoyay Matalo
Parjaay: Prakriti
Upa-parjaay: Borsha
Taal: Tritaal (ত্রিতাল)
Raag: Gour-Malhar
Anga: Gat
Written on: 29th August 1938
Place: Shantiniketan
Swarabitan: 58
Parjaay: Prakriti
Upa-parjaay: Borsha
Taal: Tritaal (ত্রিতাল)
Raag: Gour-Malhar
Anga: Gat
Written on: 29th August 1938
Place: Shantiniketan
Swarabitan: 58
Film: Hawa Bodol (2013)
Singer: Saptarshi Mukherjee, Sahana Bajpei
Music Director: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore
Star Casting: Parambrata Chattopadhay, Rudranil Ghosh, Raima Sen, Neha Panda, kabir Sengupta, Kaushik Ganguly and Kamalika
Director: Parambrata Chattopadhyay
Video from YouTube for Mor Bhabonare Ki Haoyay Matalo :