যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি – তারে বুঝিতে পারিনি !
দিন ছলে গেছে খুঁজিতে খুঁজিতে
ও গো –
যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি – তারে বুঝিতে পারিনি !
শুভক্ষণে কাছে ডাকিলে – লজ্জা আমার ঢাকিলে গো –
শুভক্ষণে কাছে ডাকিলে – লজ্জা আমার ঢাকিলে গো –
তোমারে সহজে পেরেছি বুঝিতে ।
যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি – তারে বুঝিতে পারিনি !
কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে ?
কাহারও প্রেমের বেদনায় আমারও মুল্য আছে ?
ওগো – কে মোরে ডাকিবে কাছে ?
এ নিরন্তর সংশয়ে হায়-
এ নিরন্তর সংশয়ে হায় পারিনে জুঝিতে
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে
ও গো –
যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি – তারে বুঝিতে পারিনি !
Song: Je Chilo Amar swapanocharini
Parjaay: Prem (205)
Upa-parjaay: Prem-Boichitra
Taal: Dadra
Raag: Bhairavi-Kirtan
Anga: Kirtan
Written on: 1938
Swarabitan: 61
Notation by: Shailajaranjan Majumdar
Movie: Hanuman.com (2013)
Artist: Parth Sarathi Bhattacharjee
Director: Gaurav Pandey
Starring: Prosenjit Chatterjee, Mousumi Bhattacharya, Rudranil Ghosh, Kaushik Sen, Saloni Pandey, Saskia(German)
Video from YouTube for Je Chilo Amar swapanocharini :
https://youtu.be/_YYtH2gbrPc