রোদন ভরা এ বসন্ত
কখনো আসে নি বুঝি আগে।
রোদন ভরা এ বসন্ত
মোর বিরহবেদনা রাঙালো
কিংশুকরক্তিমরাগে।
রোদন ভরা এ বসন্ত
কখনো আসে নি বুঝি আগে।
রোদন ভরা এ বসন্ত
কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা,
কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা,
সারা দিন-রজনী অনিমিখা কার পথ চেয়ে জাগে।
রোদন ভরা এ বসন্ত
সখী কখনো আসে নি বুঝি আগে।
রোদন ভরা এ বসন্ত
দক্ষিণসমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো।
দক্ষিণসমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো।
কুঞ্জবনে মোর মুকুল যত কুঞ্জবনে মোর মুকুল যত
আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।
দক্ষিণসমীরে দূর গগনে
আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে,
আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে,
দেওয়া হল না যে আপনারে এই ব্যথা মনে লাগে।
রোদন ভরা এ বসন্ত
সখী কখনো আসে নি বুঝি আগে।
রোদন ভরা এ বসন্ত
Song: Rodono Bhora E Bosonto
Artist: Indrani Sen
Type: Rabindrasangeet
Parjaay: Chitrangada (Scene 2)
Taal: Kaharwa
Raag: Mishra-Behag-Kirtan
Anga: Kirtan
Written on: 1936
Collection: Chitrangada
Video from YouTube for Rodono Bhora E Bosonto :