আজি বসন্ত জাগ্রত দ্বারে।
বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
বসন্ত জাগ্রত দ্বারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,
এই সঙ্গীত মুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।
এই বাহির ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে –
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে –
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যকুল বসুন্ধরা সাজে।
মোর পরানে দখিনা বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে –
মোর পরানে দখিনা বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে –
এই সৌরভবিহ্ব্ল রজনী
কার চরণে ধরনীতলে জাগিছে।
ওগো সুন্দর বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে।
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
বসন্ত জাগ্রত দ্বারে।
বসন্ত জাগ্রত দ্বারে।
Song: Aji Bosonto Jagroto Dware
Type: Rabindrasangeet
Parjaay: Prakriti
Upa-parjaay: Basanta
Raag: Bahaar
Written on: 9th April, 1910 (26 Chaitra 1316)
Place: Bolpur
Video from YouTube for Aji Bosonto Jagroto Dware: