মেঘ বলেছে ‘যাব যাব’,
রাত বলেছে যাই,
সাগর বলে ‘কূল মিলেছে—
আমি তো আর নাই’ ।।
দুঃখ বলে ‘রইনু চুপে
তাঁহার পায়ের চিহ্ন রুপে।
দুঃখ বলে রইনু চুপে,
তাহার পায়ের চিহ্নরূপে’
আমি বলে ‘মিলাই আমি
আর কিছু না চাই’।।
ভুবন বলে ‘তোমার তরে
আছে বরণ মালা’,
গগন বলে ‘তোমার তরে
লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগে
তোমার লাগি আছি জেগে’,
মরণ বলে ‘আমি তোমার
জীবনতরী বাই’ ।।
Song: Megh Boleche Jabo Jabo
Artist: Srikanto Acharya
Type: Rabindra Sangeet
Video from YouTube for Megh Boleche Jabo Jabo :