বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারহে ।।
একেলা রই আলসমন, নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ অপরাজিত ওহে ।।
কানন -‘পরছায়া বুলায় ঘনায় ঘনঘটা ।
গঙ্গা যেন হেসে দুলায় ধুর্জটির জটা ।
যেথা সে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,
আঁখি তোমার তড়িতবত ঘন ঘুমের মোহে ।।
Song: Biroso Din Birolo Kaj
Artist: Srabani Sen
Type: Rabindra Sangeet
Video from YouTube for Biroso Din Birolo Kaj :