Featured Video Play Icon

Klanti Amar Khama Koro Prabhu | ক্লান্তি আমার ক্ষমা কারো প্রভু

 ক্লান্তি আমার ক্ষমা কারো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু || এই-হিয়া থরোথরো   কাঁপে আজি এমনতরো এই বেদনা ক্ষমা কারো, ক্ষমা কারো, ক্ষমা কারো প্রভু || এই দীনতা ক্ষমা কারো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু । দিনের তাপে রৌদ্রজ্বালায়   শুকায় মালা পুজার থালায়, সেই ম্লানতা ক্ষমা কারো, ক্ষমা কারো, ক্ষমা কারো প্রভু || Song: Klanti Amar […]

Continue Reading
Featured Video Play Icon

Era Por Ke Apon Kore | এরা পরকে আপন করে

এরা      পরকে  আপন  করে, আপনারে পর — বাহিরে বাঁশির রবে ছেড়ে যাই ঘর || ভালবাসে সুখে দুখে    ব্যথা সহে হাসিমুখে, মরণেরে  করে  চিরজীবননির্ভর || Song: Era Por Ke Apon Kore Type: Rabindra Sangeet Video form YouTube for  Era Por Ke Apon Kore :

Continue Reading
Featured Video Play Icon

Ei Monihar Aamaay Nahi Saje | এই মণিহার আমায় নাহি সাজে

এই মণিহার আমায় নাহি সাজে— এরে   পরতে গেলে লাগে ,এরে ছিড়তে গেলে বাজে ।। কণ্ঠ যে রোধ করে,    সুর তো নাহি  সরে। ওই দিকে যে মন পরে রয়,   মন লাগে না কাজে।। তাইতো বসে আছি , এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি ।। ফুলমালার  ডোরে, বরিয়া লও মোরে — তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার […]

Continue Reading
Featured Video Play Icon

Aye Tobe Sohochori | আয় তবে সহচরী

আয়  তবে  সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান । আন তবে বীণা — সপ্তম সুরে বাঁধ তবে তান || পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ । আন তবে বীনা — সপ্তম সুরে বাঁধ তবে তান || ঢালো ঢালো শশধর, ঢালো  ঢালো জোছনা । সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি  ঢলি। উলসিত তটিনী, উথলিত […]

Continue Reading
Featured Video Play Icon

Shiter Hawai Laglo Nachon | শীতের হাওয়ার লাগল নাচন

শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই ডালে ডালে । পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে  দিল  তালে  তালে || উড়িয়ে  দেবার  মাতন  এসে  কাঙাল তারে করলো শেষে, তখন তাহার ফলের বাহার  না আর অন্তরালে || শুন্য করে ভরে দেওয়া  যাহার খেলা তারই লাগি রইনু বসে সকল বেলা । শীতের থেকে  থেকে  যায় বুঝি ওই ডেকে  ডেকে , সব খোওয়াবার সময় আমার হবে কখন […]

Continue Reading
Featured Video Play Icon

Amar Rat Pohalo Sharodo Prate | আমার রাত পোহালো শারদ প্রাতে

 আমার   রাত পোহালো শারদ প্রাতে | বাঁশি , তোমায় দিয়ে যাবো কাহার হাতে || তোমার বুকে বাজলো ধ্বনি বিদায়গাথা আগমনী কত যে — ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে || যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি ক’রে || সময় যে তার হল গত নিশিশেষের তারার মতো — শেষ করে দাও শিউলী ফুলের […]

Continue Reading
Featured Video Play Icon

Jodi Tare Nai Chini Go | যদি তারে নাই চিনি গো

যদি তারে নাই চিনি গো সেকি – সেকি আমায় নেবে চিনে ? এই নব ফাল্গুনের দিনে জানি নে, জানি নে ! যদি তারে নাই চিনি গো সেকি – সে কি আমার কুঁড়ির কানে কবে – সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে, পরাণ তাহার  নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে, জানি […]

Continue Reading
Featured Video Play Icon

Jodi Tor Dak Shune Keu Na Ase Tobe Ekla Cholo Re | যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়— তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে।। যদি সবাই ফিরে যায়, ওরে […]

Continue Reading
Featured Video Play Icon

Tui Fele Esechis Kare | তুই ফেলে এসেছিস কারে

তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার| তাই জনম গেল,শান্তি পেলি না রে মন, মন রে আমার|| যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি— কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার।। তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার নদীর জলে থাকি রে কান পেতে,কাঁপেরে প্রাণ পাতার মর্মরেতে| মনে হয় […]

Continue Reading
Featured Video Play Icon

Pagla Hawar Badol Dine | পাগলা হাওয়ার বাদল-দিনে

পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনাশোনার কোন বাইরে    যেখানে পথ নাই নাই রে সেখানে অ-কারণে যায় ছুটে ।। ঘরের মুখে আর কি রে    কোনো দিন সে যাবে ফিরে । যাবে না, যাবে না – দেয়াল যত সব গেল টুটে ।।বৃষ্টি-নেশা-ভরা সন্ধাবেলা    কোন বলরামের আমি চেলা, আমার     স্বপ্ন […]

Continue Reading