যারে
যারে উড়ে যারে পাখি
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যারে
আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়
আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়
শুধু মনে মনে তোরে ডাকি
চাহিনা খেলিতে খেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যারে
আমারি স্বপন হয়ে
কতো কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
আমারি স্বপন হয়ে
কতো কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
জানি সবি রয়ে গেল বাকি
এবারে ভাসাবো ভেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যারে
Song: Jare Ure Jare Pakhi
First Record Artist: Sabita Chowdhury
Artist: Lata Mangeshkar
Lyrics and composition: Salil Chowdhury
Video from YouTube for Jare Ure Jare Pakhi :
https://www.youtube.com/watch?v=JndsjD2oa7k&list=RDJndsjD2oa7k