Featured Video Play Icon

Ebar Ami Amar Theke | এবার আমি আমার থেকে

Lata Mangeshkar Salil Chowdhury

এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে
অনেক কিছু জীবনে যোগ দিলাম।
ছোটো যত আপন ছিল বাহির করে দিয়ে
ভুবনটারে আপন করে নিলাম।

সবার হরষে হাসি বেদনে কাঁদি
বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি।
সবার হরষে হাসি বেদনে কাঁদি
বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি।
সবৈ হারায়ে আবার সবই কিছু যে পেলাম।
সবৈ হারায়ে আবার সবই কিছু যে পেলাম।

এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে
অনেক কিছু জীবনে যোগ দিলাম।
ছোটো যত আপন ছিল বাহির করে দিয়ে
ভুবনটারে আপন করে নিলাম।

যখন যেখানে তখন সেখানে থাকি
সুনীল আকাশে নিজের মাথা রে ঢাকি।
যখন যেখানে তখন সেখানে থাকি
সুনীল আকাশে নিজের মাথা রে ঢাকি।
ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম।
ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম।

এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে
অনেক কিছু জীবনে যোগ দিলাম।
ছোটো যত আপন ছিল বাহির করে দিয়ে
ভুবনটারে আপন করে নিলাম।

Song: Ebar Ami Amar Theke
Artist: Lata Mangeshkar
Lyricist: Sachin Gupta
Composer: Salil Choudhury

Video from YouTube for Ebar Ami Amar Theke :
https://www.youtube.com/watch?v=Xoj8eMX_reU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *