ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা
ওরে হারায়েছে
প্রাণ মন আমার
একটুকু সর না,
তুই একটুকু সর না।
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ওরে হারায়েছে
প্রাণ মন আমার
একটুকু সর না,
তুই একটুকু সর না।
ও ও ঝর ঝর ঝরনা-
ঐ উপলে উপলে কোনখানে
যে আমার মন।
শৈবালে শৈবালে ঢাকা
কোনখানে আমার স্বপন।
ঐ উপলে উপলে কোনখানে
যে আমার মন।
শৈবালে শৈবালে ঢাকা
কোনখানে আমার স্বপন।
উচ্ছলিত ঢেউ মানিকের
কোনখানি আমার রতন
তা তো জানি না।
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ওরে হারায়েছে
প্রাণ মন আমার
একটুকু সর না,
তুই একটুকু সর না।
ও ও ঝর ঝর ঝরনা-
ঐ তোরই তীরে বসে
ঐখানে আমার স্বজন।
তার ছায়া করে ছিল
যে তোর বুকেতে সন্তরন।
ঐ তোরই তীরে বসে
ঐখানে আমার স্বজন।
তার ছায়া করে ছিল
যে তোর বুকেতে সন্তরন।
চঞ্চলিত জলতরঙ্গে হারালো
কোথা সে ধন
তা তো জানি না।
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ওরে হারায়েছে
প্রাণ মন আমার
একটুকু সর না,
তুই একটুকু সর না।
ও ও ঝর ঝর ঝরনা-
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ও ও ঝর ঝর ঝরনা,
ও রূপালী বর্ণা।
ওরে হারায়েছে
প্রাণ মন আমার
একটুকু সর না,
তুই একটুকু সর না।
ও ও ঝর ঝর ঝরনা-
Song: O Jhar Jhar Jharna
Artist: Lata Mangeshkar
Lyricist and Composer: Salil Chowdhury
Video form YouTube for O Jhar Jhar Jharna :
https://www.youtube.com/watch?v=1FpSYm5CgAc