আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
যে কথা তোমাকে বলবো।
আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
যে কথা তোমাকে বলবো।
আমি সপ্তসিন্ধু পার হয়ে
গোস্পদে বাঁধা পড়ে গেছি
বলো না কি করে চলবো।
জানি না, জানি না
জানি না, জানি না
কতদিন কখন এমন লগন সে আসবে-
দুচোখ ভরে শুধু কাঁদবো
আর বুনে যাব মুক্ত সোনা।
আমি পান্থ পান্থ সুদূরেরই
আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি
এ ব্যথা কাহারে বলবো।
আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
যে কথা তোমাকে বলবো।
এসো না, এসো না
এসো না, এসো না
এ শ্যামল, সজল, কাজল, উছল সন্ধ্যায়
কিছুক্ষণ বসে বসে যাক না
আর ভুলে যাই যত ভাবনা।
আমি রিক্ত রিক্ত হয়ে গেছি
আমি মুক্ত হতে যে চেয়েছি
এ বাঁধন কি করে খুলবো।
আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
যে কথা তোমাকে বলবো।
আমি সপ্তসিন্ধু পার হয়ে
গোস্পদে বাঁধা পড়ে গেছি
বলোনা কি করে চলবো।
Song: Ami Cholte Cholte Theme Gechhi
Artist: Lata Mangeshkar
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
Album Title: Abaak Rater Tara
Video from YouTube for Ami Cholte Cholte Theme Gechhi :
https://www.youtube.com/watch?v=b_haX74UJmA