ও মোর ময়না গো-
ও মোর ময়না গো-
কার কারণে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না,
সে তো ফিরবে না, ফিরবে না।
ও মোর ময়না গো।
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া,
কি বিরাগের রাগিনী জাগাহিয়া।
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া,
কি বিরাগের রাগিনী জাগাহিয়া।
সবুজ সবুজ ভরা বনানী,
ফুরাবে ফাগুন বুঝি জানো নি?
সবুজ সবুজ ভরা বনানী,
ফুরাবে ফাগুন বুঝি জানো নি?
হায়রে হায়রে বুঝি তা জানো নি?
ময়না গো-
ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না,
সে তো ফিরবে না, ফিরবে না।
ও মোর ময়না গো।
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে,
কেনো থাকো বিষাদে মন ভরায়ে?
ঝড় ঝড় ঝড় দু নয়ন ঝরঝর ঝরায়ে,
কেনো থাকো বিষাদে মন ভরায়ে?
যা কিছু হারায়ে গেল, যাক না,
নীল আকাশে মেলো পাখনা।
যা কিছু হারায়ে গেল, যাক না,
নীল আকাশে মেলো পাখনা।
দাও রে দাও রে মেলে পাখনা।
ময়না গো-
ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না,
সে তো ফিরবে না ফিরবে না।
ও মোর ময়না গো-
Song: O mor moina go
Artist: Lata Mangeshkar
Lyricist and Composer: Salil Chowdhury
video from YouTube for O mor moina go :