Featured Video Play Icon

Porodeshi Megh | পরদেশী মেঘ

Asha Bhosle Nazrul Geeti

পরদেশি মেঘ যাও রে ফিরে।
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলি ও আমার পরদেশী রে।
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলি ও আমার পরদেশী রে।
পরদেশী মেঘ যাও রে ফিরে।

সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ ব্যথা নাহি কি সেথা
বিরহ ব্যথা নাহি কি সেথা
বাজে না বাঁশি নদীর তীরে।
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলি ও আমার পরদেশী রে।
পরদেশী মেঘ যাও রে ফিরে।

বাদল রাতে ডাকিলে পিয়া
বাদল রাতে ডাকিলে পিয়া
ডাকিলে পিয়া ‘পিয়া পিয়া পাপিয়া’,
ডাকিলে পিয়া ‘পিয়া পিয়া পাপিয়া’,
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া।
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরুগঞ্জনা
দেয় না কেহ গুরুগঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।

পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলি ও আমার পরদেশী রে।
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলি ও আমার পরদেশী রে।
পরদেশী মেঘ যাও রে ফিরে।

Song: Porodeshi Megh
Artist: Asha Bhosle
Type: Nazrulgiti
Raga: Simhendra Madhyamam (South Indian Raga)
Taal: Addha

Video from YouTube for Porodeshi Megh:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *