পথ হারাব বলেই এবার পথে নেমেছি,
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি।
পথ হারাব বলেই এবার পথে নেমেছি।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে।
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাব বলেই নয়ন মুদেছি।
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি।
পথ হারাব বলেই এবার পথে নেমেছি।
চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে।
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা,
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা।
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা,
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা।
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাব বলেই সেতার সুরে বেঁধেছি।
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি।
পথ হারাব বলেই এবার পথে নেমেছি।
Song: Poth harabo bolei ebar
Artist: Hemanta Mukherjee
Lyricist and Composer: Salil Chowdhury
Video from YouTube for Poth harabo bolei ebar :
https://youtu.be/1m4ilitmhkA
Thank you