এক যে ছিল মাছি,
তার নামটি ছিল পাঁচী।
এক যে ছিল মাছি,
তার নামটি ছিল পাঁচী।
উড়তে উড়তে পাঁচী, গিয়ে পড়ল সাঁচী।
এক যে ছিল মাছি,
তার নামটি ছিল পাঁচী।
ওরে এক যে ছিল মাছি,
তার নামটি ছিল পাঁচী।
উড়তে উড়তে পাঁচী, গিয়ে পড়ল সাঁচী।
আর একটা মৌমাছি, তার বাড়িও সাঁচী।
আর একটা মৌমাছি, তার বাড়িও সাঁচী।
পাঁচীকে দেখে বলল, “পাঁচী, আয় দুজনে নাচি।”
পাঁচীকে দেখে বলল, “পাঁচী, আয় দুজনে নাচি।”
পাঁচীর হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি।
ওরে পাঁচীর হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি।
সে বললে, “তার চেয়ে বরং-”
সে বললে, “তার চেয়ে বরং- গোঁফদুটো তোর চাঁচি-
আয় গোঁফদুটো তোর চাঁচি, আয় গোঁফদুটো তোর চাঁচি।”
যেই না গেল গোঁফ চাঁচতে, সেই বড় মৌমাছি-
যেই না গেল গোঁফ চাঁচতে, সেই বড় মৌমাছি-
দিল একটা হাঁচি।
উড়তে উড়তে উড়তে উড়তে উড়তে উড়তে তখন পাঁচী
গিয়ে পড়ল রাঁচী।
রাঁচীতে গিয়ে বলল পাঁচী, “মরণ হলেই বাঁচি!”
Song: Ek je chhilo machhi
Artist: Antara Chowdhury
Lyricist and Composer: Salil Chowdhury
Video from YouTube for Ek je chhilo machhi: