মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
দ্বিদলে মৃণালে, সোনার মানুষ উজলে ।
দ্বিদলে মৃণালে, সোনার মানুষ উজলে ।
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি।
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষে মানুষ গাঁথা গাছে যেমন আলকলতা ।
মানুষে মানুষ গাঁথা গাছে যেমন আলকলতা ।
জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি।
জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া মন রে আমার দেখনা সব শূন্যকার।
মানুষ ছাড়া মন রে আমার দেখনা সব শূন্যকার।
লালন বলে মানুষ আকার ভজলে চরবি।
লালন বলে মানুষ আকার ভজলে চরবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
Song: Manush Bhojle
Artist: Sahana Bajpaie
Lyricist: Fakir Lalon Shah
Type: Lalongiti
Video from Youtube for Manush Bhojle :