হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
ভুলি ভেদাভেদ – জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান – হবে জয়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান;
নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান;
দেখিয়া ভারতে মহাজাতির উথ্থান
জগ জন মানিবে বিস্ময়,
জগ জন মানিবে বিস্ময়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন;
ভারতে জনম, পুনঃ আসিবে সুদিন-
ওই দেখো প্রভাত – উদয়,
ওই দেখো প্রভাত – উদয়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
ন্যায় বিরাজিত যাদের করে
বিঘ্ন পরাজিত তাদের শরে;
সাম্য কভু নাহি স্বার্থে ডরে-
সত্যের নাহি পরাজয়,
সত্যের নাহি পরাজয়!
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নতশির – নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়
হও ধর মেতেধীর হও কর মেতেবীর
হও উন্নত শীর নাহি ভয়
হও ধর মেতেধীর হও কর মেতেবীর
হও উন্নত শীর নাহি ভয়
Song: Hoo Dhoro Metedhir
Artist: Utpal Dutt, Arundhati Hom Choudhury
Lyricist and Composer: Atul Prasad Sen
Video from YouTube for Hoo Dhoro Metedhir :