কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।
ছায়া নীল সীমানায়, ছড়ায় সোনায়
সূর্য মেঘের গায়-
ডাকে আয় আয় রে আয়।
কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে
যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ফিরে
এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে
আমিও যাব উড়ে তারি পাখায়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।
চেনা অচেনার পাড়ে, ডেকে ডেকে যে আমাকে
নিয়ে যায় অজানার অভিসারে।
হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন
ঘর ছেড়ে ওই শুন্যে ওরা পাখির মতন
যাব যে সেই বিদেশে যেখানে স্বপ্ন মেশে
সে যদি সামনে এসে দু’হাত বাড়ায়।
আহা হা হা হা হাহাহা
উম হুহুহু আহা হা
Song: Kon se alor swapno nia
Artist: Asha Bhosle
Movie: Pratham Kadam Ful (1969)
Director: Inder Sen
Star Casting: Soumitra Chatterjee , Tanuja
Music Director: Sudhin Dasgupta
Video from YouTube for Kon se alor swapno nia :