Featured Video Play Icon

Shuno Shuno Go Sabe | শুনো শুনো গো সবে

Kabita (1977) Kishore Kumar Salil Chowdhury

শুনো শুনো গো সবে শুনো দিয়া মন​,
বিচিত্র কাহিনী এক করি বর্ণণ।
এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে,
ছিল এক রাখাল ছেলে এক ছোটো কুটিরে।

আপনজন তার কেউ ছিল না দুনিয়ার,
সারাটা দিন ধেনু চরাত বনে।
আমায় ডাকাডাকি শুনিত পশুপাখি,
যখন বাজাত বেণু নিজেরই মনে।
পশুপাখি হরিণ হাতি সাথে ছিল তার।
সঙ্গে তাদের হেসে খেলে দিন যে যেত তার,
দুঃখ সে তাদের কথা তারা বুঝত তার।
এমনি করে ক​য়েক বছর হয়ে গেল পার।

হঠাৎ কি হল মনে ভাবল রাখাল কি কারণে,
মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়।
যা ছিল ধুলি ক​ড়ি তাই নিয়ে সে দিল পারি,
যাবার আগে সবার কাছে নিল সে বিদায়।
হাতি প্রথমে কেঁদে বলল থেকে যাও,
গরু বাছুর বলল সবাই মোদের সঙ্গে নাও।
এর পরে পাখিরা এল সকলে দল বেধে,
বলল মোরা গান শুনিয়ে রাখব তোমায় বেঁধে।
কিন্তু সে রাখালের মনে কি হ​য়েছিল কে জানে,
গেল সে ইস্টিশনে বাধা না মেনে।
রেলের গাড়িতে চ​ড়ে গেল সে দূর শহরে,
সঙ্গী সাথী পশু পাখি ফেলে পিছনে।

ভস​
শহরে এসে রাখালের লেগে গেল তাক,
বিরাট বিরাট বাড়ি গাড়ি কত না হাঁকডাক।
মানুষে মেশিনে সেথা চলে লেনদেন,
আকাশে সেখানে উড়ে বেড়ায় এরোপ্লেন।

সেই শহরের রাজমহলের এক কোণে এক আস্তাবলে,
ঘোড়া দেখাশোনার ছলে পেয়ে গেল কাজ।
কিন্তু সে রাখাল ছেলে জঙ্গলেতে থাকার ফলে,
মানুষে কি কথা বলে ভুলে গেছে।
তার ভাষাও কেউ বোঝে না করে হাসাহাসি,
মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি।
বাঁশি শুনে সেই শহরের যত কুকুর ছিল,
রাখাল ছেলের সঙ্গে তাদের ভারী পটতি হল​।

কিন্তু বাঁশির গুনপনার ভক্ত ছিল আরেক জনা,
সেই প্রাসাদের রাজার কন্যার চম্পাবতী নাম।
রাখাল ছেলের অগোচরে রোজ নিশীথে তার শিয়রে,
একশ চাঁপা ফুলের গোরে দিয়ে যেত দাম।
কিছুই জানে না রাখাল শুধু মনে ভাবে,
সরস্বতীর আশীর্বাদের ফুল বুঝি বা হবে।
এরপরে এক রাতে হঠাৎ ভেঙে যায় ঘুম,
দেখে চম্পাবতী ছিল রে তার দাঁড়িয়ে নিঝুম।
অবাক রূপের রাজি মুখে মধুর হাসি বলে,
তোমার বাঁশির আমিও দাসী।
ওগো রাখাল ছেলে কোন সে দেশে খুঁজে পেলে,
একোন সুরের জালে বাঁধলে গো আসি।
বুঝল না সে রাখাল ছেলে রাজকুমারীর ভাষা,
রইল চেয়ে বোকার মত দুচোখ ভাসা ভাসা।

রাজকুমারী ভাবল বুঝি কোন দেশী এ চাষা,
চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা।
এপরে এক রাজারকুমার এমব্যাসাডর গাড়ি চড়ে তার,
এল জিতে নিল কন্যার কোমল হৃদ​য়।
বলল চম্পাবতী হাসি ওগো রাখাল সন্ন্যাসী,
এবার তুমি বাজাও বাঁশি দাও করে বিদায়।

সেই প্রাসাদে বন্দী ছিল এক যে খাঁচার টিয়ে,
বলল রাখাল ছেলে শোনো যা বলি মন দিয়ে।
ফিরে যাও ফিরে যাও বনে ফিরে যাও।
যাও ফিরে যাও বনে তোমার,
কেউ বুঝবে না কথা তোমার।
মানুষের ব্যাপার স্যাপার আলাদা রকম​,
এরপরে যা হবার হল রাখাল ছেলে ফিরে গেল।

আমার কথাটি ফুরাল কাহিনী খতম​।
বিদায় আমিও নিলাম করিয়া প্রণাম,
যেন চির সুখী হ​য় দম্পতি পুরে মনস্কাম।
এবার সবাই মিলে প্রাণ খুলে ভাই বল রাম রাম।

Song: shuno shuno go sabe
Movie : Kabita (1977)
Artist : Kishore Kumar
Music Director : Salil Chowdhury
Lyricist : Salil Chowdhury
Director : Bharat Shumsher Jung Bahadur Rana
Star Cast : Mala Sinha, Ranjit Mullick, Sandhya Roy, Kamal Hasan, Anil Chatterjee, Geeta Dey, Samit Bhanjan, Prema Naryan, Mahua Roy Chowdhury, Bikash Roy

Video from YouTube for shuno shuno go sabe :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *