Featured Video Play Icon

Thuilam Re Mon Poddopatay | থুইলাম রে মন পদ্মপাতায়

Asha Bhosle

থুইলাম রে মন পদ্মপাতায়,
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন,
তবু কেন জ্বলে।
থুইলাম রে মন পদ্মপাতায়,
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন,
তবু কেন জ্বলে।

ডুবাইতে মন ভাইসা যায় রে,
ভাসাইলে মন ডুবে
পশ্চিমে হারাইলাম যারে,
পাইলাম তারে পূবে
বসতে মন নাই রে
লোকে কলঙ্কিনী বলে।
আর অঞ্চলে ঢাকিলাম রে মন,
তবু কেন জ্বলে।
থুইলাম রে মন পদ্মপাতায়,
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন,
তবু কেন জ্বলে।

বান্ধিলা বসতি কোথায় কোন বাহিরে ঘর​?
কুল ভাসাইলাম কলঙ্কিয়া আর তুমি হইলা পর​
পাতিস রে মন যেথায় মন যায় ধরি দুটি পায়
পোড়া পরাণ লইয়া যারে জ্বালা যে জুরায়
জীবনে মরণ পাইলাম তুমি হে অতলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন,
তবু কেন জ্বলে।
থুইলাম রে মন পদ্মপাতায়,
আর ধুইলাম রে মন জলে
আর অঞ্চলে ঢাকিলাম রে মন,
তবু কেন জ্বলে।

Song: Thuilam re mon poddopatay
Artist: Asha Bhosle
Lyrics: Mukul Dutta
Composer: Nachiketa Ghosh
Recorded on: 1959

Video from YouTube for Thuilam re mon poddopatay :
https://youtu.be/WdnEht-UxH0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *