Featured Video Play Icon

Oi Ghum Ghum Ghumonto | ওই ঘুম ঘুম ঘুমন্ত

Salil Chowdhury

ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে,
মোর মন আনমন, জানি না কেন,
কেন জানি না তা জানি না।

ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে,
মোর মন আনমন, জানি না কেন,
কেন জানি না তা জানি না।

আহা হাহা হাহা আ আ আ আ আ আ আ
আহা হাহা হাহা আ আ আ আ আ আ আ

কেন কেমন কেমন করে যদি গহন মেঘে ভরে।
কেন কেমন কেমন করে যদি গহন মেঘে ভরে।
আর যারে পাবো না এই মন তার তরে।
যখন যখন আসে ফাগুন দারুণ
দুই নয়ন কেন ভরে।
আর ঝর ঝর দুরন্ত ঝড় যদি আসে রে
মোর মন অনন্ত শূণ্যেতে ভাসে রে।
মনে হয় চাওয়া পাওয়া নয় কিছু নয়
কেন জানি না তা জানি না।

ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে,
মোর মন আনমন, জানি না কেন,
কেন জানি না তা জানি না।

আহা হাহা হাহা আ আ আ আ আ আ আ
আহা হাহা হাহা আ আ আ আ আ আ আ

কার চরণধ্বনি শুনি
বসে বসে যে কাল গুনি।
কার চরণধ্বনি শুনি
বসে বসে যে কাল গুনি।
কার দুচোখের চাওয়ায় স্বপ্নের জাল বুনি।
দারুণ ঝ​ড়ের মেঘে আমায় এমন
আসে কোন ফাল্গুনী
আর ফুল ফুল ফুলন্ত ফুল যদি ফোটে রে
ছল ছল ছলন্ত নদী য্দি ছোটে রে
মোর মন বৈরাগী কেন জানি না তা জানি না।

ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে
দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে,
মোর মন আনমন, জানি না কেন,
কেন জানি না তা জানি না।

আহা হাহা হাহা আ আ আ আ আ আ আ
আহা হাহা হাহা আ আ আ আ আ আ আ

Song: Oi ghum ghum ghumonto(1966)
Artist: Sabita Chowdhury
Composer: Salil Chowdhury

Note:
Hindi version of this song “Ayi Ghir Ghir Sawaan Ke” was recorded(Artist: Kishor Kumara and Sabita Chowdhury) for movie Anokha Daan in the year 1975.

উল্লেখ্য:
“আনোখা দান” ছবির জন্য সবিতা চৌধুরী ও কিশোর কুমারের কন্ঠে ১৯৭৫ সালে গানটি হিন্দিতে “আয়ি ঘির ঘির সাওন কি” পুনরায় রেকর্ড করা হ​য়।

Video from YouTube for Oi ghum ghum ghumonto :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *