Featured Video Play Icon

Surer Ei Jhor Jhor Jhorna | সুরের এই ঝর ঝর ঝরনা

Salil Chowdhury

সুরের এই ঝর ঝর ঝরনা,
ঝরনা হায় মরি হায় মরি হায় রে
ঝরনা ঝরে রে|
ফুলেরও এই গুন গুন গুঞ্জন
দুজনায় যাই চলে যাই চলে যাই রে
রহে না ঘরে রে|
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে|
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে|

মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে
মনেরও ময়ুরী নাচে তালে তালে|
মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে
মনেরও ময়ুরী নাচে তালে তালে|
গানে গানে হু হু হু, প্রাণে প্রাণে হু হু হু|
গানে গানে হু হু হু, প্রাণে প্রাণে হু হু হু|
সুরের সুরভি ভরে রে|

সুরের এই ঝর ঝর ঝরনা,
ঝরনা হায় মরি হায় মরি হায় রে
ঝরনা ঝরে রে|
ফুলেরও এই গুন গুন গুঞ্জন
দুজনায় যাই চলে যাই চলে যাই রে
রহে না ঘরে রে|
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে|
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে|

নোটন নোটন পায়রা গুলি পেখম মেলেছে
রোদেরও সোনালী রং অঙ্গে মেখেছে|
নোটন নোটন পায়রা গুলি পেখম মেলেছে
রোদেরও সোনালী রং অঙ্গে মেখেছে|
মরি মরি হু হু হু কি যে করি হু হু হু|
মরি মরি হু হু হু কি যে করি হু হু হু|
হৃদয় আকুল করে রে|

সুরের এই ঝর ঝর ঝরনা,
ঝরনা হায় মরি হায় মরি হায় রে
ঝরনা ঝরে রে|
ফুলেরও এই গুন গুন গুঞ্জন
দুজনায় যাই চলে যাই চলে যাই রে
রহে না ঘরে রে|
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে|
ঝরনা ঝরে রে রহে না ঘরে রে|

Song: Surer Ei Jhor Jhor Jhorna
Artist: Sabita Chowdhury
Lyricist and Composer: Salil Chowdhury
Video from Youtube for Surer Ei Jhor Jhor Jhorna:

https://youtu.be/AEdPnDZfxEM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *