Featured Video Play Icon

Nao Gaan Vore Nao | নাও গান ভরে নাও

Salil Chowdhury

প্রতিমা বন্দ্যোপাধ্যায়
————————
নাও গান ভরে, নাও প্রাণ ভরে
সুরে যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে সেখানে
সোনা ভরা অন্তর।
নাও গান ভরে, নাও প্রাণ ভরে
সুরে যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে সেখানে
সোনা ভরা অন্তর।

সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের,
শান্তির আহবান যে আসে
সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে।

তোমায় খুঁজিয়া ফেরে বন গন্ধ
জীবন বীণার সুর খোঁজে ছন্দ।
তোমায় খুঁজিয়া ফেরে বন গন্ধ
জীবন বীণার সুর খোঁজে ছন্দ।
চম্পাবতী আজও জাগেনি
ঘুম বুঝি তার আজও ভাঙেনি।
চম্পাবতী আজও জাগেনি-
পল্লীবধূর কঙ্কন​ বাজে তোমারি আসার আশে।

সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের,
শান্তির আহবান যে আসে
সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে।

নাও গান ভরে, নাও প্রাণ ভরে
সুরে যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে সেখানে
সোনা ভরা অন্তর।

সবিতা চৌধুরী ও অন্তরা চৌধুরী
——————————-

তুরুরুরু রুরু তু
রুরুরুরুরু তু
রুরু রুরু রুরু

নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে যেখানে
সোনা ভরা অন্তর।
নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে যেখানে
সোনা ভরা অন্তর।

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের,
শান্তির আহবান যে আসে
সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে।

ডাক দেয় শোন শোন, তূর্য বেজেছে যে,
রাত্রির অবসানে সূর্য জেগেছে যে
ডাক দেয় শোন শোন, তূর্য বেজেছে যে,
রাত্রির অবসানে সূর্য জেগেছে যে
কুলু কুলু তটিনী, তরী যেন নটিনী
নেচে নেচে চলে যায় দূরে।
কুলু কুলু তটিনী, তরী যেন নটিনী
নেচে নেচে চলে যায় দূরে।

তুরুরুরু রুরু তু
রুরুরুরুরু তু
রুরু রুরু রুরু

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের,
শান্তির আহবান যে আসে
সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে।

আর নয় দেরী আর নয়, বন্ধ ঘরে আর নয়,
সুপ্তি ভেঙ্গেছে যে, মুক্তি ডেকেছে যে
আর নয় দেরী আর নয়, বন্ধ ঘরে আর নয়,
সুপ্তি ভেঙ্গেছে যে, মুক্তি ডেকেছে যে
রঙে রঙে ধরণী, হল নানা বরণী
ঝর ঝর ঝরণার সুরে।
রঙে রঙে ধরণী, হল নানা বরণী
ঝর ঝর ঝরণার সুরে।

তুরুরুরু রুরু তু
রুরুরুরুরুরু তু
তুরুরু রুরু রুরুরু রুরু

নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে যেখানে
সোনা ভরা অন্তর।

সেই ঝিম ঝিম ঝিম ধারা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের,
শান্তির আহবান যে আসে
সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
শান্তির আহবান যে আসে-

Song: Nao gaan vore nao
Lyricist and Composer: Salil Chowdhury
Artist: Pratima Bandopadhyay
Antara Chowdhury and Sabita Chowdhury(1980)

Note:
——
This song is written in the year 1947-48 during “Krisak Andolon”. And later on 1980 the song is released as pujor gaan (Artist: Antara Chowdhury and Sabita Chowdhury). There was a little change of lyrics in these two version. Both the lyric is available here.

উল্লেখ্য:
——-
কৃষক আন্দোলনের সম​য় আনুমানিক ১৯৪৭-৪৮ সালে গানটির জন্ম এবং তৎকালীন গণনাট্য সঙ্ঘের শিল্পীদের দ্বারা পরিবেশিত। পরবর্তীকালে ১৯৮০ সালে পুজোর গান হিসাবে পুনরায় রেকর্ড করা হয় সবিতা চৌধুরী ও অন্তরা চৌধুরীর কন্ঠে। পরবর্তী প্রকাশের সম​য় গানটির ভাষার বেশ কিছু পরিবর্তন করা হয়। তাতে গানটির প্রকৃত মূল্য কিছুটা হারালেও, এইভাবেই গানটি অধিক পরিচিতি পায়।

Video from YouTube for Nao gaan vore nao:
https://youtu.be/tjMUIx6n6Ps
https://youtu.be/ApWJMp7WwgA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *