Featured Video Play Icon

Mori Hay Go Hay | মরি হায় গো হায়

Salil Chowdhury

মরি হায় গো হায়।
মরি হায় গো হায়।
এলে যখন আমার ভাঙ্গা
ঘরে শূন্য আঙিনায়।
মরি হায় গো হায়।

তখন আমার ঝরা মালায়
নিভু নিভু সুরভি দীপ জ্বালায়।
তখন আমার ঝরা মালায়
নিভু নিভু সুরভি দীপ জ্বালায়।
মৌমাছিরা পরাগ দলে চলে যায়,
যায় গো, যায় গো, যায়।

তখন স্রোতে ভাটায় ভাটায়,
আশা তরী তীরেতে দিন কাটায়।
তখন স্রোতে ভাটায় ভাটায়,
আশা তরী তীরেতে দিন কাটায়।
ছিন্ন তারে ভাঙ্গা হালে মুরছায়,
হায় গো, হায় গো, হায়।
এলে যখন আমার ভাঙ্গা
ঘরে শূন্য আঙিনায়।
মরি হায় গো হায়।

তখন অস্তরাগের নেশায়,
মনে বাণী পুরবী রাগ মেশায়।
তখন অস্তরাগের নেশায়,
মনে বাণী পুরবী রাগ মেশায়।
চৌদিকেতে বিদায় করুণ সুরে গায়।
হায় গো, হায় গো, হায়।
এলে যখন আমার ভাঙ্গা
ঘরে শূন্য আঙিনায়।
মরি হায় গো হায়।

Song: Mori Hay Go Hay (1958)
Artist: Sabita Chowdhury
Composer: Salil Chowdhury

Video from YouTube for Mori Hay Go Hay :
https://youtu.be/ZUM0NyC3uvw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *