Featured Video Play Icon

Holud Gandar Phul De Ene De | হলুদ গাঁদার ফুল দে এনে দে

Salil Chowdhury

হলুদ গাঁদার ফুল, দে এনে দে।
সাতনুরি হার কানে ঝুমকোলতা,
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না সে চুল বাঁধবে না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে।
সাতনুরি হার কানে ঝুমকোলতা,
রূপকুমারীর মেয়ে মান করেছে
বাঁধবে না সে চুল বাঁধবে না রে।
হলুদ গাঁদার ফুল দে এনে দে।

আজ আকাশে আকাশ কন্যা বাদল মেলেছে
আজ আকাশে আকাশ কন্যা বাদল মেলেছে
নীল যমুনার কালো ঢেউয়ে ঢেউয়ে মাতন লেগেছে রে,
মাতন লেগেছে রে
কনক চাঁপা, কনক চাঁপার ফুল দে এনে দে
কামরাঙা রঙ শাড়ি টিপ কুমকুম
রূপকুমারীর মেয়ে মান করেছে
বাঁধবে না সে চুল বাঁধবে না রে।
হলুদ গাঁদার ফুল দে এনে দে।

আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না
আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না
পাতায় পাতায় আজ মর্মর তুলে দক্ষিণা বহে না রে,
দক্ষিণা বহে না
ঝুমুর ঝুমুর, ঝুমুর ঝুমুর নুপুর এনে দে
পৈছারী কোন বেলোয়ারী কাঁকন​
রূপকুমারীর মেয়ে মান করেছে
বাঁধবে না সে চুল বাঁধবে না রে।
হলুদ গাঁদার ফুল দে এনে দে।
হলুদ গাঁদার ফুল, দে এনে দে।
সাতনুরি হার কানে ঝুমক লতা,
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না সে চুল বাঁধবে না রে।
হলুদ গাঁদার ফুল দে এনে দে।

Song: Holud gandar phul de ene de(1973)
Artist: Sabita Chowdhury
Lyricist and Composer: Salil Chowdhury

Note:
The original song Ghadi Ghadi Meraa Dil Dhadake was composed in the year 1958 for Madhumati movie. Singer was Lata Mangeshkar. The bengali version(Artist: Sabita Chowdhury) was recorded in 1973.

উল্লেখ্য:
১৯৫৮ সালে মধুমতী ছবির জন্য তৈরী করা ঘরি ঘরি মেলা দিল ধড়কে। লতা মঙ্গেশকরের কন্ঠে এবং সলিল চৌধুরীর পরিচালনায় জনপ্রিয় হ​য় গানটি। পরবর্তীকালে ১৯৭৩ সালে গানটির বাংলায় রেকর্ড করা হ​য় সবিতা চৌধুরীর কন্ঠে।

Video from YouTube for Holud gandar phul de ene de:
https://youtu.be/CE4DAg0tGUw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *