Featured Video Play Icon

Ene De Ene De Jhumka | এনে দে এনে দে ঝুমকা

Salil Chowdhury

এনে দে এনে দে ঝুমকা
না হলে না হলে সাথে যাবো না
এ এ এ রঙ্গিলা রঙ্গিলা ঝুমকা
না হলে না হলে সাথে যাবো না ।
এনে দে এনে দে ঝুমকা।

ঝিকিমিক ঝিকমিক তারার মতো দু কানে ঝুলায়ে
রূপনগর দেশ যাবো বেণীতে দুলায়ে
ঝিকিমিক ঝিকমিক তারার মতো দু কানে ঝুলায়ে
রূপনগর দেশ যাবো বেণীতে দুলায়ে।
কানে গজমতির ঝুমকা
না হলে না হলে সাথে যাবো না
এনে দে এনে দে ঝুমকা।

যখন তোমার পথ চেয়ে বসি বাতায়নে
দূর থেকে দেখে তুমি নেবে আমায় চিনে
যখন তোমার পথ চেয়ে বসি বাতায়নে
দূর থেকে দেখে তুমি নেবে আমায় চিনে
ঝিলমিল ঝিলমিল করে রে ঝুমকা
নাহলে নাহলে সাথে যাবো না
এনে দে এনে দে ঝুমকা।

রবনা যখন আর আমি এখানে রবনা
যতো না ডাকো না আমি কথাটি কবোনা
রবনা যখন আর আমি এখানে রবনা
যতো না ডাকো না আমি কথাটি কবোনা
স্মৃতি আমার রবে গো ঝুমকা
না হলে না হলে সাথে যাবো না।
এ এ এ এনে দে এনে দে ঝুমকা
না হলে না হলে সাথে যাবো না
এ এ এ রঙ্গিলা রঙ্গিলা ঝুমকা
না হলে না হলে সাথে যাবো না।
এনে দে এনে দে ঝুমকা।

Song: Ene De Ene De Jhumka (1962)
Artist: Sabita Chowdhury
Lyricist and Composer: Salil Chowdhury

Note:
The original song “Mila hain kisika jhumka” was composed in the year 1960 for “Parakh” movie. Singer was Lata Mangeshkar. In the year 1962 bengali version of this song “Ene de ene de jhumka” (Artist: Sabita Chowdhury) was recorded.

উল্লেখ্য:
১৯৬০ সালে “পরখ” ছবির জন্য তৈরী করা হয় “মিলা কিসিকা ঝুমকা”। লতা মঙ্গেশকরের কন্ঠে এবং সলিল চৌধুরীর পরিচালনায় জনপ্রিয় হ​য় গানটি। পরবর্তীকালে ১৯৬২ সালে গানটির বাংলায় রেকর্ড করা হ​য় সবিতা চৌধুরীর কন্ঠে।

Video from YouTube for Ene de ene de jhumka:
https://youtu.be/6iUOF_9b24Y

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *