ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না!
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না!
আমার দু’চোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা।
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না।
সোনালি বিকেলে গাছের ছায়ায়,
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়,
সোনালি বিকেলে গাছের ছায়ায়,
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়,
জীবনানন্দ তুমি তো শোনাতে
জীবনানন্দ তুমি তো শোনাতে,
ভেবে দেখো মনে পড়ে কি না।
আমার দু’চোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা।
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না।
পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার।
পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার।
বনলতা সেন শোনাবে কে আর
বনলতা সেন শোনাবে কে আর,
এই আমি আজ তুমি হীনা।
আমার দু’চোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা।
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না।
Song: Bhalo Kore Tumi Cheye Dekho
Artist: Lata Mangeshkar
Lyricist: Shibdas Banerjee
Composer: Bhupen Hazarika
Video from YouTube for Bhalo Kore Tumi Cheye Dekho:
https://www.youtube.com/watch?v=viW5WXE2J-U