চোখ ছলছল করে, ওগো মা
কি ব্যথা অন্তরে, ওগো মা
ভাঙ্গনের যে খেলা চারিধার
নেই আজ গান একতার
চোখ ছলছল করে, ওগো মা।
কোথায় জানিনা,
সব হারালো কোথায়
ধুলার ধুলিতে, আজ মিশে যেতে চায়
মেঘ থমথম করে, আলো নেই
পুরনো সব নিয়ম ভাঙ্গে, অনিয়মের ঝড়
ঝোড়ো হাওয়া ভেঙ্গে দিল, স্বপ্ন সুখের ঘর
দুঃসহ যন্ত্রনা, আনে অমাবস্যার কাল
দুরাশা বঞ্চনা,
ঢাকে সোনালী সকাল
রাত ঘুমঘুম ভোরে, ওঠে কই
রোদ ঝলমল করা, আলো ওই
আসেনা তো সেই দিন আর
মেঘে ঢাকা রয় চারিধার
চোখ ছলছল করে, ওগো মা।
উল্লেখ্য : ভূপেন হাজারিকা জন্ম হয় ১৯২৬ সালে আসামের সাদিয়া গ্রামে। ১৯৫২ সালে ব্রহ্মপুত্র নদের বন্যায় প্রায় ভেসে যায় এই গ্রাম। তাঁর জীবনে ব্রহ্মপুত্র নদ প্রকৃতই দুঃখের নদ হয়ে রয়ে গেছে চিরকাল। তাঁর অনেক গানেই গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের এই রূপের উল্লেখ পাওয়া যায়।
Song: Chokh Chol Chol Kore
Artist: Bhupen Hazarika
Video from YouTube for Chokh Chol Chol Kore :