Featured Video Play Icon

Megh Thom Thom Kore | মেঘ থম থম করে

Bhupen Hazarika

মেঘ থম থম করে কেউ নেই নেই
জল থৈ থৈ তীরে কিছু নেই নেই
ভাঙ্গনের যে নেই পারাপার
তুমি আমি সব একাকার।
মেঘ থম থম করে কেউ নেই নেই।

মেঘ থম থম করে কেউ নেই নেই
জল থৈ থৈ তীরে কিছু নেই নেই
ভাঙ্গনের যে নেই পারাপার
তুমি আমি সব একাকার।
মেঘ থম থম করে কেউ নেই নেই।

কোথায় জানি না কি ছিল যে কোথায়
সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়।
মেঘ থম থম করে কেউ নেই নেই।
জল থৈ থৈ তীরে কিছু নেই নেই।
ভাঙ্গনের যে নেই পারাপার
তুমি আমি সব একাকার।
মেঘ থম থম করে কেউ নেই নেই।

পুরনো সব নিয়ম ভাঙ্গে অনিয়মের ঝড়
ঝড়ো হাওয়া ভেঙ্গে দিও মিথ্যে তাসের ঘর
নুতন মাটিতে আসে ফসলেরই কাল
আঁধার পেরিয়ে আসে আগামী সকাল
রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ
রোদ ঝলমল করে দেখ ঐ
বাতাসের যে নেই হাহাকার
পথ নেই যে পথ হারাবার।
রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ

উল্লেখ্য : ভূপেন হাজারিকা জন্ম হয় ১৯২৬ সালে আসামের সাদিয়া গ্রামে। ১৯৫২ সালে ব্রহ্মপুত্র নদের বন্যায় প্রায় ভেসে যায় এই গ্রাম। তাঁর জীবনে ব্রহ্মপুত্র নদ প্রকৃতই দুঃখের নদ হ​য়ে র​য়ে গেছে চিরকাল। তাঁর অনেক গানেই গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের এই রূপের উল্লেখ পাওয়া যায়।

Song: Megh Thom Thom Kore
Artist: Bhupen Hazarika
Lyricist and Composer: Bhupen Hazarika
Movie: Simana Periye (1977)
Director: Alamgir Kabir

Video from YouTube for Megh Thom Thom Kore:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *