বাড়ীর কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে
এক ঘর পড়শী বসত করে
আমি এক দিনও না দেখিলাম তারে।
বাড়ীর কাছে আরশী নগর
বিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাড়ে,
বিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাড়ে,
বাঞ্ছা করে দেখবো তারি
বাঞ্ছা করে দেখবো তারি
কেমনে সেথায় যাইরে,
আমি কেমনে সেথায় যাইরে।
আমি একদিনও না দেখিলাম তারে।
কি বলবো পরশীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে,
কি বলবো পরশীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে,
ক্ষনিক থাকে শূন্যের উপর
ক্ষনিক ভাসে নীড়ে
ও সে ক্ষনিক ভাসে নীড়ে
আমি একদিনও না দেখিলাম তারে।
আমি একদিনও না দেখিলাম তারে।
পরশী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেত দূরে,
পরশী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেত দূরে,
সে আর লালন এক খানে রয়
সে আর লালন এক খানে রয়
লক্ষ যোজন ফাঁক রে,
তবু লক্ষ যোজন ফাঁক রে।
আমি একদিনও না দেখিলাম তারে।
বাড়ীর কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে
এক ঘর পড়শী বসত করে
আমি এক দিনও না দেখিলাম তারে।
এক দিনও না দেখিলাম তারে।
আমি এক দিনও না দেখিলাম তারে।
Song: Barir Kache Arshi Nagar
Type: Lalongiti
Artist: Forida Parvin
Lyricist and Composer: Lalon Shah
Movie: Arshinagar (2015)
Artist: Parvati Baul
Director: Aparna Sen
Star Casting: Dev, Rittika Sen, Jisshu Sengupta, Waheeda Rehman, Kaushik Sen, Jaya Seal Ghosh, Roopa Ganguly, Swagata Mukherjee, Paran Bandhyopadhyay, Anirban Bhattacharya, Shantilal Mukherjee, Kamaleswar Mukherjee, Sankar Chakraborty, Aparajita Adya
Music Composition & Arrangements : Debojyoti Mishra
Video from YouTube for Barir Kache Arshi Nagar :