সমুদ্রের কিনারে বসে
জল বিনে চাতকী ম’লো।
হায়রে বিধি ওরে বিধি
তোর মনে কি ইহাই ছিলো।।
চাতক থাকে মেঘের আশে
মেঘ বরিষণ অন্য দেশে।
বলো চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ আকুল।।
নবঘন বিনে বারি
খায় না চাতক অন্য বারি।
চাতকের প্রতিজ্ঞা ভারি
যায় যদি প্রাণ সেও তো ভালো।।
লালন বলে ওরে মন
কই হল মোর ভজন সাধন। (মতান্তরে:হলো না মোর ভজন সাধন।)
ভুলে সিরাজ সাঁইজীর চরণ
তাই যে জীবন বৃথা গেল।। (মতান্তরে: মানব জনম বৃথা গেল)
Song: Somudra Kinare Bose
Artist: Satyaki Bandyopadhyay
Type: Lalongiti
Video from YouTube for Somudra Kinare Bose: