সন্ধ্যাবেলায়, তুমি আমি বসে আছি দুজনে।
তুমি বলবে, আমি শুনব, তুমি বলবে।
আমি শুনব শুনব, তুমি বলবে।
সন্ধ্যাবেলায়, তুমি আমি বসে আছি দুজনে।
তুমি বলবে, আমি শুনব, তুমি বলবে।
আমি শুনব, তুমি বলবে।
ঝিরি ঝিরি বাতাসে, দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি চলনা।
আর কিছু জানিনা, কোনো বাঁধা মানি না
যা বলিতে চাও তুমি বলনা।
হাঁ
ঝিরি ঝিরি বাতাসে, দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি চলনা।
আর কিছু জানিনা, কোনো বাঁধা মানিনা
যা বলিতে চাও তুমি বলনা।
তুমি শুনবে, আমি বলব-
সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে।
তুমি বলবে, আমি শুনব তুমি বলবে।
আমি শুনব, শুনব, তুমি বলবে।
তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসে না।
আমি নেই আমাতে তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা।
হাঁ
তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসেনা।
আমি নেই আমাতে তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা।
তুমি বলবে ভালবাসব-
সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে।
তুমি বলবে, আমি শুনব, তুমি বলবে।
আমি শুনব, শুনব তুমি বলবে।
সন্ধ্যাবেলায়-
Song: Sondhya Belai
Artist: Asha Bhosle
Lyricist: Sapan Chakraborty
Video from YouTube for Sondhya Belai:
https://youtu.be/x-UoGpnszEQ