Featured Video Play Icon

Jete Paro Jabe Jodi | যেতে পারো যাবে যদি

Asha Bhosle Rahul Dev Burman

কি হল দাঁড়ালে কেন যাবে না?
যেতে পারো যাও না যাও তুমি
যেতে পারো যাবে যদি গো তুমি এবার,
কি প্র​য়োজন অনুমতি নেবার​।
যেতে পারো যাবে যদি গো তুমি এবার,
কি প্র​য়োজন অনুমতি নেবার​।

কি গো! যেতে গিয়ে বল দাঁড়ালে কেন
না যাবে যদি পা বাড়ালে কেন ?
আ আ আ আ আ আ আ
কি গো যেতে গিয়ে বল দাঁড়ালে কেন
না যাবে যদি পা বাড়ালে কেন ?
আরোও কিছু আছে কি দেবার
যেতে পারো যেতে পারো গো তুমি
যেতে পারো যাবে যদি গো তুমি এবার
কি প্র​য়োজন অনুমতি নেবার​।

তুমি! দিতে গিয়ে শুধু নাও যে কেড়ে,
যেতে গিয়ে হায় তবু যাও যে হেরে।
আ আ আ আ আ
তুমি দিতে গিয়ে শুধু নাও যে কেড়ে,
যেতে গিয়ে হায় তবু যাও যে হেরে।
জ্বলা ন​য় তুমি যে নেভার।
যেতে পারো যেতে পারো গো তুমি
যেতে পারো যাবে যদি গো তুমি এবার
কি প্র​য়োজন অনুমতি নেবার​
যেতে পারো যাবে যদি গো তুমি এবার
কি প্র​য়োজন অনুমতি নেবার​।

Song: Jete paro jabe jodi
Artist: Asha Bhosle
Released on: 1982 (puja song)
Lyricist: Gauriprasanna Mazumder
Composer: Rahul Dev Burman

Video from YouTube for Jete paro jabe jodi :
https://www.youtube.com/watch?v=OC8mlQSAq-8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *