যেতে দাও আমায় ডেকোনা
যেতে দাও আমায় ডেকোনা
কবে কি আমি বলেছি মনে রেখোনা
যেতে দাও আমায় ডেকোনা
কিছু বলবে কি? না না না পিছু ডেকোনা
যেতে দাও আমায় ডেকোনা
তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে
নয় চলে যাব আমি শুধু দূর থেকে দুরে
তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে
নয় চলে যাব আমি শুধু দূর থেকে দুরে
এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিওনা
কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে
প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে
কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে
প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে
প্রদীপেরই শিখায় পড়ে মরুক প্রজাপতি
হায় এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি
এই হিসাবেরই খাতা আর খুলে দেখোনা
যেতে দাও আমায় ডেকোনা
কবে কি আমি বলেছি মনে রেখোনা
যেতে দাও আমায় ডেকোনা
Song: Jete Dao Amay Deko Na
Artist: Asha Bhosle
Lyricist: Gauriprasanna Mazumder
Composer: Rahul Dev Burman
Video from YouTube for Jete Dao Amay Deko Na :