হায়!
যাব কি যাব না ভেবে ভেবে হায় রে
যাওয়া তো হল না।
আরে পাব কি পাব না ভেবে ভেবে কিছু
পাওয়া তো হল না না না।
যাব কি যাব না ভেবে ভেবে হায় রে
যাওয়া তো হল না।
আরে পাব কি পাব না ভেবে ভেবে কিছু
পাওয়া তো হল না না না।
যাব কি যাব না ভেবে ভেবে হায় রে
যাওয়া তো হল না।
তবু কেন মন ভাবে, হয়ত সে কিছু পাবে।
তবু কেন মন ভাবে, হয়ত সে কিছু পাবে।
বুঝিনি তো এই প্রদীপ, হাওয়াতে যে নিবে যাবে।
হাওয়াতে যে নিবে যাবে।
হায়!
জীবনে হায় রে তবু কোনো গান গাওয়া তো হল না।
আরে পাব কি পাব না ভেবে ভেবে কিছু,
পাওয়া তো হল না না না।
যাব কি যাব না ভেবে ভেবে হায় রে
যাওয়া তো হল না।
হল না যে কিছু বলা, থেমে গেল পথ চলা।
হল না যে কিছু বলা, থেমে গেল পথ চলা।
থেকে থেকে জোনাকীর মত নেভা আর শুধু জ্বলা।
নেভা আর শুধু জ্বলা।
হায়!
জীবনে হায় রে কিছু যে তবু চাওয়া হল না।
আরে পাব কি পাব না ভেবে ভেবে কিছু
পাওয়া তো হল না না না।
যাব কি যাব না ভেবে ভেবে হায় রে
যাওয়া তো হল না।
আরে পাব কি পাব না ভেবে ভেবে কিছু
পাওয়া তো হল না না না।
যাব কি যাব না ভেবে ভেবে হায় রে
যাওয়া তো হল না।
Song: Jabo ki jabo na
Artist: Asha Bhosle
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Video from YouTube for Jabo ki jabo na:
https://www.youtube.com/watch?v=qhpefPDGTUE